গাইবান্ধার বালাসী বাহাদুরাবাদঘাট নৌ-পথ চালু, জনসাধারনের উল্লাস!
কেএম জহুরুল হক(জনি) ফুলছড়ি গাইবান্ধা : আজ শনিবার গাইবান্ধার বালাসী থেকে বাহাদুরাবাদঘাট নৌ রুটে পরীক্ষা মূলক ভাবে লঞ্চ সাভির্স চালু হচ্ছে। বাংলাদেশে অভ্যান্তরিন নৌ পরিবহন কর্তৃপকক্ষ জানিয়েছেন নৌ রুটি চালু করার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রায় ১শ ৪০ কোটি টাকা ব্যায়ে বালাসী ও বাহাদুরাবাদ উভয় পারে টার্মিনাল নির্মানের কাজ ইতি মধ্যে সম্পন্ন হয়েছে। উভয় পাশে […]