“রংপুরে মহানগর অভিরাম ব্রহ্ম আশ্রমের জমি বিক্রয় পূর্বক আত্মসাতের অভিযোগ”
রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার হাজিরহাট থানার ২নং ওয়ার্ডে অভিরাম মনোহর বাবু পাড়া মহল্লায় অবস্থিত শ্রী শ্রী পবন চন্দ্র শ্রম আশ্রম মন্দিরের জমি বিক্রয় পূর্বক আত্মসাৎ করছে বলে প্রতক্ষ্যদর্শীদের মাধ্যমে জানা যায়।মন্দিরটি সম্পত্তি মৃত শ্রী গিরীশ চন্দ্র (সাধু) নিজস্ব মালিকানা থাকলে ও পরবর্তীতে তিনি মন্দিরের নামে সম্পত্তি দান করে থাকেন। মন্দিরটিতে স্থানীয় […]