দুর্লভ পরিযায়ী পাখি বেগুনি পিঠ শালিক
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে এবার দেখা গেল দেশের দুর্লভ পরিযায়ী পাখি ‘বেগুনি পিঠ-শালিক’। দেশের বন্যপ্রাণী আলোকচিত্রী তিমু হোসেনের ক্যামেরায় আলোচিত মান্দার গাছে এ পাখির ছবি ধরা পড়ে। সাতছড়ি জাতীয় উদ্যানে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি ট্যুরে এসে কয়েক দিন অপেক্ষার পর গত ১০ মার্চ ভোরে বেগুনি পিঠ-শালিক পাখিটি ক্যামেরাবন্দি করেন তিনি। আলোকচিত্রী তিমু হোসেন বলেন, খুবই কম দেখা […]