গোপালগঞ্জে পাঠ অভ্যাস গড়ে তুলতে পক্ষ কালব্যাপী পাঠ উৎসব
আশিক মিনা|গোপালগঞ্জ সংবাদদাতা পাঠ উৎসবের উদ্বোধনী দিনে ৩ শ’ বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন। লাইব্রেরী চত্বরে পাঠের উপযোগী পরিবেশ সৃষ্টি করা হয়েছে। প্রয়োজনীয় টেবিল, চেয়ার ও ছাতা রাখা হয়েছে। এখানে বসেই পাঠক বই পাঠ করছে। প্রতিদিনই পাঠ উৎসবে পাঠকের সমাগম বাড়ছে। লাইব্রেরীর সাধারণ সম্পাদক আলী নঈম খান জিমি বলেন,শতবর্ষী এ লাইব্রেরীতে অনেক দুর্লভ বইয়ের […]