‘শতাব্দী আর তুমি, মাহমুদুল হাসান মিল্টন
শতাব্দী আর তুমি মাহমুদুল হাসান মিল্টন আরো শতবছর কেটে গেলেও তুমি আমাকে ভুলতে পারবে না, চেষ্টা করে দেখতে পারো ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার, কিংবা পৌষ-মাঘের হাড় কাঁপানো শীতে হিমালয়ের উচ্চতা পায়ের নিচে ফেলে দেয়ার, একশো বছর আগেও যেমনটা শরতে মেঘ উড়তো পাখির মতো, ঠিক তার দ্বিগুণ বছর পরে নাও উড়তে পারে তারা। বায়ুদূষণে পৃথিবীর […]