নতুন বই
নতুন বইচিত্তরঞ্জন সাহা চিতু নতুন বছরে নতুন বইযখন হাতে পাই,মনের ভেতরে খুশির দোলায়মনটা ভরে যাই। নতুন বইয়ের মিষ্টি ঘ্রানেহাজারো স্বপ্ন বুকে,কত উচ্ছাস কত আনন্দছড়ায় চোখে মুখে। নতুন করে পড়ার প্রতিআবেগ যেন জাগে,নতুন করে অনুভূতিনতুন করে জাগে। প্রতি বছর অনন্য দিনবারে বারে আসুক,নতুন বইয়ের ভালবাসায়সবাই যেন ভাসুক।