নতুন গানে কোমর দুলিয়ে ৩০ সেকেন্ডেই শ্রদ্ধার বাজিমাত
আড়াই বছর পর আইটেম গানে দেখা মিললো শ্রদ্ধা কাপুরের। তাও মাত্র ৩০ সেকেন্ডের জন্য! বরুণ ধাওয়ান ও কৃতি স্যানন অভিনীত ‘ভেড়িয়া’ সিনেমায় লাল রঙের স্বল্প বসনায় তিনি আবেদন ছড়িয়েছেন সিনেমাটির ‘ঠুমকেশ্বরি’ গানের দৃশ্যে। গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) এ গানটি প্রকাশ হয়েছে। এর প্রায় পুরোটাজুড়েই বরুণের সঙ্গে কৃতির নৃত্যকলা। সঙ্গে একঝাঁক ব্যাকগ্রাউন্ড ড্যান্সার; যেমনটা বলিউডের অধিকাংশ […]