আমরা পুরো পরিবারই ব্রাজিল ভক্ত
আমি ফুটবলের নিয়মিত দর্শক। টেলিভিশন দেখার সুযোগ পেলে আগে খুঁজি কোথায় ফুটবল খেলা হচ্ছে। স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অভ্যাসও আমার রয়েছে। এক সময় ঢাকায় নিয়মিত স্টেডিয়ামে গিয়ে ফুটবল খেলা উপভোগ করতাম। আমাকে ফুটবল খেলার একজন ‘অন্ধ সমর্থক’ বললে ভুল হবে না। আবাহনী-মোহামেডানের খেলার নিয়মিত দর্শক ছিলাম। অনেককে বলেছিও, সিনেমায় না এলে হয়তো ফুটবলে নিয়মিত হতাম। […]