ঝংকারের পরকাল আসছে আজ
রশিদুল ইসলাম রিপন: লালমনিরহাটের সাংস্কৃতিক যুব সংগঠন ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠন প্রযোজিত ঝংকারস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে আজ ৬ ফেব্রুয়ারি তাদের প্রথম নির্মিত ভিডিও চিত্র “পরকাল” সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে। ভিডিওটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সৌরভ সাহা এবং গঙ্গা রানী রায়।রূপসজ্জা, পোশাক পরিকল্পনা এবং কেশবিন্যাসে ছিলেন মো:শাকিল ইসলাম। সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় ছিলেন শিব সুন্দর […]