খুন হলেন পুতিনকে পাগল ডাকা সেই রুশ মডেল
বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ২০২১ সালে পাগল আখ্যা দিয়েছিলেন এক রুশ মডেল। রাশিয়াসহ অনেকে দেশেই বিষয়টি তখন ভাইরাল হয়েছিল। পুতিনকে পাগল ডাকার কিছুদিন পরই নিখোঁজ হন ২৩ বছর বয়সী মডেল গ্রেটা ভেদলার। রোববার (২০ মার্চ) তার খোঁজ পাওয়া গেছে। তবে জীবিত নয়, প্রায় এক বছর পর একটি স্যুটকেটে তার মরদেহ পাওয়া যায়। […]