নিরানন্দে মালয়েশিয়া প্রবাসীদের দুর্গাপূজা
সনাতন ধর্ম মতে, স্বর্গের দেবতাদের সৃষ্ট দশ হাত বিশিষ্ট নারী। প্রতিটি হস্ত রণক্ষেত্রে শত্রু নিধনের অস্ত্রে সজ্জিত। অস্ত্রের কৌশলে অসুরকুলকে পরাহত করে মানবজীবনে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন বলে প্রচলিত। জগত-সংসার রক্ষায়, ন্যায় আর সুন্দরের প্রতিষ্ঠায়, কোমল আর কঠিনের সংমিশ্রণে দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল বহুকাল আগে। সেটা হিন্দু ধর্ম অনুসারীরা ধারন ও লালন করেন। তবে প্রবাস মানেই […]