সু চি’র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এর এক নেতার পুলিশি হেফাজতে মৃত্যু
কলম কথা ডেস্কঃ মিয়ানমারে অং সান সু চি’র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) -এর একজন নেতার পুলিশি হেফাজতে মারা গেছেন। স্থানীয় সময় সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে সু চির দলের দুজন আটক অবস্থায় মারা গেলো। বা মিয়ও থেইন নামের একজন সাংসদ জানান, এনএলডির নেতা জ’ মিয়াত লিনকে স্থানীয় সময় সোমবার মধ্যরাত দেড়টার দিকে ইয়াঙ্গুন […]