পথেঘাটে ‘মেয়ে-পটানো’র কায়দা কানুন: রোমান্টিক না অপরাধ?
লন্ডনের বিখ্যাত স্যাভয় হোটেলের সামনে দাঁড়িয়ে বিবিসির একজন রিপোর্টার একদল শিক্ষার্থীর সঙ্গে অপেক্ষা করছিলেন, যারা সবাই ৭০০ মার্কিন ডলার দিয়ে এক কোর্সে ভর্তি হয়েছে, যেখানে সবাই পথেঘাটে মেয়েদের আকর্ষণ করার কায়দা-কানুন শিখতে এসেছে। এডি হিচেনস এই কোর্সের হেড কোচ, আস্তে আস্তে হেঁটে তিনি মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন, কোর্সের সবাই বুটক্যাম্পে পরস্পরের সঙ্গে পরিচিত হবেন এবার। […]