মরোক্কোর বার্বার উপজাতিদের মুসলিম হওয়ার ইতিকথা
মরোক্কোর ভৌগলিক অবস্থান আটলান্টিক মহাসাগর তীরে যার উত্তরে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর সংযোগকারী জিব্রাল্টার প্রণালী অবস্থিত। এছাড়াও দেশটির উত্তরে স্পেনের জলসীমা, পূর্বে আলজেরিয়া এবং দক্ষিণে পশ্চিম সাহারা অবস্থিত। ১৯৫৬ সালে মরক্কো ফরাসি উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে। সুলতান দ্বিতীয় হাসান সিংহাসনে বসেন ১৯৬১ সালে এবং ১৯৯৯ সাল পর্যন্ত শাসনকার্য চালান। ১৯৯৯ সালে বাদশা ষষ্ঠ মুহাম্মদ […]