জীবনকে পাল্টানোর জন্য দশটি উপদেশ দেবেন কি?
নি:শব্দতাকে নিজের সঙ্গি করে নিন। চেষ্টা করবেন স্মার্ট উপায়ে ; অনেকেই চেষ্টা করতে করতে যখন দেখে যে আর হচ্ছে না তখন তারা চেষ্টা করাটা বন্ধ করে দেয়। আফসোস, তারা হয় জানে না যে, শেষ চেষ্টাটাই তার সফলতার শেষ ধাপটি ছিল। থমাস এডিসনকে একবার তার ব্যর্থতার কথা জিজ্ঞেস করলে সে উত্তরে বলে ” আমি হারিনি। আমি […]