পীরগাছায় গরম দুধে পড়ে প্রাণ গেল শিশুর
রংপুরের পীরগাছায় চুলার ওপর গরম দুধে পড়ে শাফিউল ইসলাম শাফি নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহত শাফি উপজেলার পারুল ইউনিয়নের দেউতি-গুঞ্জুর খাঁ গ্রামের সাহাবুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, দেউতি ভাই ভাই হোটেল অ্যান্ড মিষ্টি মুখের স্বত্বাধিকারী সাহাবুল ইসলাম। গত শনিবার বিকাল ৫টার দিকে যখন মিষ্টি বানানোর […]