ইসলামের দৃষ্টিতে বিশ্ব ভালবাসা দিবস
ভালোবাসা মহান আল্লাহতায়ালার এক বড় নেয়ামত। এ নেয়ামতের কেউ সুষ্ঠু ব্যবহার করে, আবার কেউ অপব্যবহার করে। প্রকৃত ভালোবাসার মাঝেই দুনিয়া ও আখেরাতে মহান কল্যাণ নিহিত রেখেছে। সৃষ্টির আত্মপ্রকাশই হলো ভালোবাসা। পানি থেকে ঢেউ, ঢেউ থেকে ফেনা, আর ফেনা থেকে মৃত্তিকা আর মৃত্তিকা থেকেই ধরাপৃষ্ট কোন গুঞ্জনে, কোন জিকিরে, কোন মহব্বতে এ সৃষ্টি আশেক আর মাশুকরা […]