তোমাকে জানাতে চাই? লকডাউন বাংলাদেশ তোমার বুকে
#লকডাউন বাংলাদেশ তোমাকে জানাতে চাই? তোমার বুকে রয়েছে অসংখ্য দারিদ্রসীমার নিম্ন আয়ের মানুষ বলতে গেলে ‘দিন এনে দিন খাওয়া মানুষ’ বিশেষ করে ভ্যান, রিক্সা চালক এমনকী দিনমজুর, শ্রমিক। এদের মুখে লকডাউন মৃত্যুমান কষ্টের বাস্তবতার দিকে দেখুন বুঝতে পারবেন…! আসলে নিম্ন আয়ের মানুষগুলা অনেক বেশিই নিয়ম মেনে চলে দূর্নিতি কম করে খেয়াল করুন তবেই বুঝবেন কিন্তু […]