সুইট লেমন চাষে সফল আব্দুল গফ্ফার
ঝিনাইদহের সুইট লেমন চাষ করে সফলতা এনেছেন কৃষক আব্দুল গফ্ফার। নতুন জাতের এই লেবুর ফলন হয়েছে অনেক, বিক্রিও হচ্ছে ভালো। প্রতিদিনই অর্ডার পাচ্ছেন, অনলাইনে বিক্রি করেই চাহিদা মেটাতে পারছেন না। জুস তৈরির কাজে এই লেবু সবচেয়ে বেশি ব্যবহার হয় বলে জানান আব্দুর গফ্ফার। আব্দুল গফ্ফার জানান, তিনি ছোটবেলা থেকেই গাছ-পালা আর পশু-পাখির প্রতি বেশ দুর্বল […]