জীবনে প্রাণের সঞ্চার – লেখক: সাংবাদিক এম এ মোমিন
(ঠাকুরগাঁও গণমাধ্যম কর্মী কল্যাণ ট্রাস্ট এর সকলের প্রতি উৎসর্গ করা হলো) কেবলি জীবনে প্রাণের সঞ্চার, চালিয়েছে মোদের এক সাথে। লক্ষ্য ঠিক রেখে, ক্লান্ত শরীরে, সুশীল অজানা এক স্মৃতি পথে। কত উদার, মনোরম সবুজের সমারোহে বিস্তীর্ণ নদীপথ। সম্মুখ অভিযানে এগিয়েছি সামনে, রুধিতে পারেনি কেহ এই গতিপথ। বাধিয়েছে জোট, হয়নি বিভেদ, সবে ছিল ঐক্যমত। ফেলে পিছু […]