জয়িতা কৃষ্ণা রানী চক্রবর্তী জীবন যুদ্ধে সফল এক নারী
নির্যাতনের বিভীষিকা মূছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী নাম তার জয়িতা কৃষ্ণা রানী চক্রবর্তী। স্বামী কর্তৃক নির্যাতনের শিকার হয়ে এখন পিত্রালয়ে। ছেলে সন্তান নিয়ে অদম্য এগিয়ে চলা কৃষ্ণা রানী, পিত্রালয় এসে সংগীত চর্চা , বিউটি পার্লার ও আনসার ভিডিপির সাথে যুক্ত হয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের একটি প্রকল্পে পাইকগাছায় সংগীত প্রশিক্ষক হিসাবে কাজ […]