কাঠস্মিস্ত্রী শামসুল হক আধ ঘন্টার আগুনে সব হারিয়ে নিঃস্ব
শনিবার (১২ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের দমদমা বাজারের পাশে শামসুল হক নামে এক কাঠমিস্ত্রীর বাড়ির ৪টি ঘরসহ ২০বছরের উপার্জনের মুজুত রাখা ৭লক্ষাধিক টাকার পাট ও তামাক আধ ঘন্টায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে সে সব হারিয়ে দিশেহারা হয়ে পরেছে। স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান আতা জানান, দুপুরের দিকে হঠাৎ করে পাট […]