‘স্টুডেন্ট ওয়াননেস ফাউন্ডেশন টিমের ভিন্ন আয়োজন বৃদ্ধাশ্রমে’
২০২০ সালের ৮ মে “স্টুডেন্ট ওয়াননেস ফাউন্ডেশন” নামে সামাজিক সংঘটন গড়ে তোলে দুইজন সামাজিক ভলেন্টিয়ার, ফাউন্ডার তাসলিমা খান উষা এবং কো-ফাউন্ডার সিহাব আহমেদ স্বাধীন। ফাউন্ডার এবং সভাপতি তাসলিমা খান ঊষা এর নেতৃত্বে সামনে এগিয়ে চলছিলো এই ফাউন্ডেশনের কার্যক্রম, যেই মিশন ভীষণ নিয়ে এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠা, তা পূরণ করার জন্য ফাউন্ডেশনের নির্দিষ্ট একটা টিম ঘটন করতে […]