এ সরকারকে হটাতে হবে আন্দোলনের মাধ্যমে-আফরোজা আব্বাস
বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন এই অবৈধ সরকার মুক্তিযুদ্ধের পর যতবার ক্ষমতায় এসেছে ততবার গণতন্ত্র হনন করেছে। ভোটের অধিকার হনন করেছে। আজ তের বছর ধরে আমরা ভোট বঞ্চিত। আমরা এই অভৈধ সরকারকে মানিনা। যে সার্চ কমিটি হয়েছে তা আমরা বিশ্বাস করিনা। যারা সার্চ কমিটিতে আছেন তারা সবাই আ’লীগের সাথে সম্পৃক্ত। এই সার্চ […]