টুইটারের প্রতিদ্বন্দ্বী আনছে ‘মেটা’
টুইটারকে বিশ্বের ‘ডিজিটাল টাউন স্কয়ারের’ অবস্থান থেকে সরিয়ে আনার লক্ষ্যে নতুন সোশাল মিডিয়া অ্যাপ চালুর উপায় খুঁজে দেখছে সামাজিক জায়ান্ট মেটা। “টেক্সট আপডেট শেয়ারিংয়ের জন্য আমরা একটি বিকেন্দ্রীকৃত একক সামাজিক নেটওয়ার্ক তৈরির উপায় খুঁজছি।” –রয়টার্সকে ইমেইল বিবৃতিতে বলেন মেটার এক মুখপাত্র। “আমাদের বিশ্বাস এতে এমন এক আলাদা জায়গার সুযোগ আছে, যেখানে কনটেন্ট নির্মাতা ও পরিচিত […]