লোহাগড়ার চাপুলিয়া বাবুচ্ছুন্নাৎ এতিমখানার এতিমের টাকা নয়-ছয় এর অভিযোগ উঠেছে
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া বাবুচ্ছুন্নাৎ এতিমখানায় এতিমের টাকা নয়,ছয় হচ্ছে বলে অভিযোগ উঠেছে এতিমখানা কমিটির নামে। ৩০/ মার্চ বুধবার সরেজমিনে গিয়ে জানা যায়,এই এতিমখানাটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল,বন্ধ কালীন সময়ে এতিমখানা কর্তৃপক্ষ,ওই এতিমখানায় এতিম না থাকা সত্ত্বেও লোহাগড়া উপজেলা সমাজসেবা অফিস থেকে ২০ জন এতিমদের টাকা উত্তোলন করে নিয়েছেন। পরবর্তীতে এই মার্চ মাসে […]