মেসিকে ছাড়াই বড় জয় পেল আর্জেন্টিনা
লিওনেল মেসি স্কয়াডেই ছিলেন না, তবুও পৃথিবীর উচ্চতম রাজধানী লাপাজ জয় করতে বেগ পেতে হয়নি স্কালোনির শিষ্যদের। গতরাতে বলিভিয়াকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে গোল করছেন এনজো ফার্নান্দেজ, নিকোলাস তালিয়াফিকো এবং নিকোলাস গনজালেস। এ নিয়ে বিশ্বকাপের পর খেলা ৬ ম্যাচের প্রতিটিতে জয় পেয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচগুলোতে আর্জেন্টিনা ১৭ গোল করলেও হজম করেনি […]