ফুটবল উন্মাদনায় মাতৃভূমিতে হামজা: ভারতের বিপক্ষে জয়ের বার্তা
“মাতৃভূমিতে স্বাগত হামজা”, “হামজা দ্য কিং”—সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখতেই ফুটবলপ্রেমীদের এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বাংলাদেশের জাতীয় দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী শুধু এই উন্মাদনা উপভোগ করলেন না, বরং নিজের অনুভূতি প্রকাশ করলেন ভারত ম্যাচকে সামনে রেখে। রোমাঞ্চিত হামজা, ভারতকে হারানোর প্রত্যয় আজ সকাল ১১টা ৩৪ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হামজা চৌধুরী। […]