তেলিগাতী বাইপাসে অনুমতি না নিয়ে সরকারি গাছ কর্তন
জিয়াউল ইসলামঃ বিভাগীয় ব্যুরো প্রধান খুলনাঃ নগরীর আড়ংঘাটা থানাধিন তেলীগাতি বাইপাস সড়ের পাশ থেকে সরকারি খৈয়ে বাবলা ও শিরিজ গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে বিশিষ্ট ব্যাংকার জাহিদ ইকবালের বিরুদ্ধে। এ ব্যাপারে অভিযুক্ত জাহিদ ইকবাল এবং আড়ংঘাটা থানার অফিসার্স ইনচার্জ পাল্টাপাল্টি বক্তৃব্য দিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন শুক্রবার সকালে জাহিদ ইকবাল লোকজন নিয়ে তেলিগাতী বাইপাস সড়কের বিএম কলেজ […]