ডিজিটাল অনিয়ম ও ঘুষ বাণিজ্যে মাতোয়ারা রাজশাহী মহানগর ট্রাফিক
রাজশাহী মহানগর ট্রাফিকে এখন ডিজিটাল অনিয়ম ও ব্যাপক ঘুষ বানিজ্যের অভিযোগ উঠেছে। সার্জেন্টরা আছে ক্যাশিয়ারের ভূমিকায়, মামলা নয়, ব্যতিব্যস্ত নিজেদের পকেট ভরায়।ট্রাফিকে যতই আধুনিক পদ্ধতি অবলম্বন করা হয়, ততই অনিয়মের মাত্রা হয় ভিন্ন।যখন যে, টিআই ওয়ানের দ্বায়িত্ব পান, তখন তার পোয়াবারো। টিআই ওয়ানের (এডমিন) মাসিক নিজস্ব আয় ১০ লাখ টাকা, সাথে উদ্ধর্তন কর্তাদের কমিশন।ফলে লোভনীয় […]