বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে অন্ধের মেয়েকে শ্লীলতহানী
আজাদুল বারী, বড়াইগ্রাম,নাটোর প্রতিনিধি :স্ত্রী, সন্তান নিয়ে স্বাভাবিক দিন কাটছিল রহিম হোসেনের (ছদ্দ নাম)। স্থানীয় কয়েকজন ব্যাক্তির সহযোগীতায় একটি দোকান দিয়ে দিন পার করছিলেন তিনি। মেয়েকে স্কুলে লেখাপড়া করাচ্ছেন। মেয়ে এবছর ৬ষ্ঠ শ্রেনীর বার্ষিক পরীক্ষায় প্রথম হয়েছে। হঠাৎ করেই আবদুর রহিমের চোখের পর জীবনের উপরে আমবস্যার অন্ধকার নেমে এসেছে। গত বৃহস্পতিবার সন্ধা সাতটার দিকে সাংবাদিক […]