আমতলীতে সরকারী খালে বাঁধ দিয়ে মাছ চাষ,কৃষকের ভোগান্তি
তাসনুবা ইসলাম মীম,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামে অবৈধভাবে সরকারী খালে বাঁধ দিয়ে পানি আটকে মাছ চাষ করার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই গ্রামের শত-শত একর কৃষি জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। স্থাণীয় সূত্রে জানা গেছে, উপজেলা হলদিয়া গ্রামের ছোট মোল্লা বাড়ীর নিকট সরকারী ছবদরের খালে গত কয়েক বছর ধরে স্থানীয় প্রভাবশালী […]