অভিনেত্রী অপরাজিতা বিয়ের ২৪ বছর পর!
২৪ বছর আগে বিয়ে হয়েছে। স্বামী, শ্বশুরবাড়ি নিয়ে ভালোই আছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বিয়ের আগে তাঁর আইবুড়ো ভাত হয়নি। ফলে সেই স্বাদ অপূর্ণ থেকে গিয়েছিল অপরাজিতার। বাঙালি বাড়ির ‘স্পিন্সটার মিল’-এর (আইবুড়ো ভাত) কিছু নিয়ম থাকে। থালার চারপাশে সাজানো হয় বাটি। সেই সব বাটিতেই সাজিয়ে দেওয়া হয় পঞ্চব্যঞ্জন। থালায় থাকে গরম ভাত, ঘি, লেবু, লঙ্কা… প্রথা […]