অভিনেত্রী মিমি ভিন্ন রকম ভালোবাসার খোঁজ পেয়েছেন!
টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বাড়ির বারান্দায় কিছু পায়রা থাকে। পায়রাসহ একটি ছবি পোস্ট করেছেন তিনি। যখন তিনি বাড়িতে আসেন, তখন তারা তাকে ভালোবাসা জানায়। খবর হিন্দুস্তান টাইমসের। মিমি পোস্টে জানান, এক ঝড়বৃষ্টির রাতে তিনি এই পায়রাটিকে উদ্ধার করে আনেন। তিনি আরও বলেন, ‘ওরা (পাখির পরিবার) আমার বারান্দায় থাকে। আমার স্পর্শ চেনে ওরা। কখনো পালিয়ে যায় […]