অসাম্প্রদায়িক দেশ, তবুও জ্বলছে সাম্প্রদায়িকতার আগুন!
বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র, তবুও যেন নামে মাত্র সমঅধিকার পেয়েছে এদেশের সংখ্যালঘুরা। কিন্তু বাস্তব চিত্র যেন বলছে একটু ভিন্ন কথা। সকল ধর্মের মধ্যেকার ভাতৃত্বের সেতুবন্ধন ভেঙ্গে দিয়ে একদল এই অসাম্প্রদায়িক বাংলাদেশে জ্বালিয়েছে সাম্প্রদায়িকতার লেলিহান শিখা। আর এই সাম্প্রদায়িকতার লেলিহান শিখা জ্বালিয়ে দিয়েছে নাম না জানা কিছু হায়নার দল এবং তারা যেন এই স্বাধীন রাষ্ট্রের সংখ্যালঘুদের থেকে […]