বন্ধ হয়ে গেল ‘অ্যালেক্সা ডটকম’
পূর্বনির্ধারিত ঘোষিত দিনেই বন্ধ হয়ে গেলে ওয়েবসাইট অ্যানালাইসিসভিত্তিক প্রতিষ্ঠান অ্যালেক্সা ডটকম। ২০২২ সালের পহেলা মে বন্ধ হওয়া কথা ছিল ওয়েবসাইটির। অ্যালেক্সা ডটকম এক নোটিশে জানিয়েছে, গত ১ মে থেকে তাদের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এরই সঙ্গে দীর্ঘ ২৫ বছরের পরিষেবা শেষে বন্ধ করল অ্যামাজনের মালিকানাধীন এই প্রতিষ্ঠান। অ্যালেক্সা তাদের নোটিশে লিখেছে, দুই দশকেরও বেশি […]