৬ স্বাস্থ্য উপকারিতা আঙুরের জুসের
সুস্বাদু, সুমিষ্ট ও মুখরোচক ফল আঙুর। আঙুরের জুস সারা বিশ্বেই অনেক জনপ্রিয়। এর অনন্য স্বাস্থ্য উপকারিতাই এটিকে চাহিদার শীর্ষে নিয়ে গেছে। বিশ্বে ছয় হাজার বছরেরও আগে থেকে আঙুর তার ঔষধি গুণাগুণের জন্য পরিচিত। আগে মিসরীয়রা আঙুরকে ওষুধ উপাদান হিসেবে ব্যবহার করে আসছে। এ ছাড়া ত্বক ও চোখের চিকিৎসায় আঙুরের রস থেকে মলম তৈরি করা হয়েছিল। […]