দীর্ঘ বিরতির পর একক নাটক নির্মাণ করলেন আজিজুল হাকিম
আজিজুল হাকিম কুমিল্লা জেলার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের লুটেরচর গ্রামে জন্মেছিলেন। তিনি প্রকৌশলী আঃ হাকিম ও মহিজুন্নেসা এর সন্তান। তিনি ছাত্র জীবন থেকে “আরিয়ানাক” থিয়েটার গ্রুপে যোগ দেন। হাকিম ১৯৯৩ সালে চিত্রনাট্যকার জিনাত হাকিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের এক মেয়ে নাজা হাকিম এবং এক ছেলে হরিড সত্তর দশকের শেষের দিকে থিয়েটারের মধ্য দিয়ে […]