তুমি গেছ চলে
মাসুম আবদুল্লাহ্ আজও তোমায় দেখি কুলি-মজুরের আর্তনাদে, অত্যাচারিতের চোখের জলে। অমিমাংশিত জল্লাদের চক্ষুরোগে খুঁজে পাই অস্তিত্ব তোমার! পাশবিকতার কিনারে চাবুক হাতে তুমি দাঁড়িয়ে থাকো- তুমি থাকো পুঁজিবাদী শোষকের রক্তিম লালায় অগ্নিবাণ দিতে। দুঃশীলার অবয়বে ভীতি অস্থিরতায় তোমায় দেখি। প্রিয় আমার স্বজন আমার- বড় ভালোবাসি তোমায় ভালোবাসি। অজগরের পেটে গিয়েও তুমি ছুরি মেরে বেরিয়ে এসেছ বারবার; […]