৬৯ বছর পর আদালতের আদেশে জমি বুঝে পেলেন বিরামপুরের ফারুক চৌধুরী
বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি: ১৯৫৩ সালে শুরু হওয়া বিরামপুর উপজেলার একটি বাটোয়ারা মামলা ২০২১ সালে নিষ্পত্তির পর আদালতের আদেশে প্রশাসন উপস্থিত থেকে ঢোল পিটিয়ে ও লাল পতাকা বসিয়ে বাদী পক্ষকে ২৭ একর জমির দখল বুঝিয়ে দিয়েছেন বাদী পক্ষকে। মামলা সূত্রে প্রকাশ, বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের কোঁচগ্রামের চৌধুরী পরিবারের মাঝে জমির ভাগ বাটোয়ারা নিয়ে ১৯৫৩ সালে ৭নং বাটোয়ারা মামলার […]