ইউরোপে আশ্রয় আবেদন কখন অগ্রহণযোগ্য
ইউরোপের দেশগুলোতে আশ্রয়প্রার্থীর আবেদন যখন অগ্রহণযোগ্য বিবেচনা করা হলে তার মানে দাঁড়ায় এই আবেদন আশ্রয়ের জন্য আর বিবেচ্য হবে না৷ যদিও আবেদন গ্রহণ করা না হলে আপীল করতে পারে আবেদনকারী৷ বাতিল, ডাবলিন নীতি কিংবা ভিত্তিহীণ- আশ্রয় আবেদন গ্রহণ না করার বেলায় কর্তৃপক্ষ এসকল পরিভাষাই সাধারণত ব্যবহার করে৷ তবে যে পরিভাষাই ব্যহার করা হোক না কেন, […]