শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ই-পেপার | আজকের পত্রিকা | আর্কাইভ | কনভার্টার অর্গানাইজেশন

আয়াক্সকে হারিয়েছে নাপোলি

পিছিয়ে পড়েও আয়াক্সকে উড়িয়ে দিয়েছে নাপোলি। ডাচ চ্যাম্পিয়নদের ইতালিয়ান জায়ান্টরা হারিয়েছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে। নবম মিনিটে কেনেথ টেলরের শট সতীর্থ কুডুসের পায়ে লেগে জালে জড়ায়। আমস্টারডাম এরেনায় উৎসব বেশিক্ষণ টেকেনি। স্বাগতিকরা নাপোলির মুহুর্মুহু আক্রমণের সঙ্গে পেরে ওঠেনি। ১৮তম মিনিটে রাসপাডোরি ডাইভিং হেডে সমতা ফেরান। কর্নার থেকে উড়ে আসা বলে ডি লরেঞ্জো হেড করে ২-১ […]