বাজার থেকে শ্যাম্পু তুলে নিচ্ছে ইউনিলিভার, নেপথ্যে ক্যান্সার
রাজিবুল ইসলাম রিয়াজ: ক্যান্সারের আশঙ্কায় বাজার থেকে স্বেচ্ছায় নিজস্ব কিছু পণ্য প্রত্যাহার করছে ইউনিলিভার। যার মধ্যে রয়েছে- ডাভ, নেক্সাস, সুঅভ ও টিগি ব্র্যান্ডের ড্রাই শ্যাম্পু। এসব শ্যাম্পুতে বেনজিনের উপস্থিতি শনাক্তের বিষয়টি উল্লেখ করা হয়। সেই সঙ্গে এসব ব্র্যান্ডের শ্যাম্পু বাজার থেকে প্রত্যাহার করে নেয়ার আহ্বানও জানিয়েছে ইউনিলিভার। ভ্যালিসুরের শীর্ষ নির্বাহী কর্মকর্তা ডেভিড লাইট বলেন, ‘দীর্ঘদিন […]