পর্যটনে উঁকি দিচ্ছে সম্ভাবনা
ভ্রমণ পিপাসুদের অনেকেরই প্রথম পছন্দ সমুদ্র উপকূলে বেড়াতে যাওয়া। সাগরের সৈকত আর পাহাড়ের চূড়া-এই দুটোর মধ্যে বেছে নিতে বললে অনেক ভ্রমণকারীই দোটানায় পড়বেন। বাংলাদেশে দুটোই আছে এবং নেহায়েত কম নয় সংখ্যার দিক দিয়ে। সাগরের সৈকত বলতে বহুকাল ধরেই কক্সবাজার ছিল একমাত্র গন্তব্য। সাম্প্রতিক কালে এসেছে কুয়াকাটা। বিগত দুই দশক ধরে কুয়াকাটা সৈকত, সমুদ্রস্নান নিয়ে কক্সবাজারের […]