আলিয়া ভাট নিজের প্রথম উপার্জনের টাকা দিয়ে যা করেছিলেন
জীবনে যত অর্থই উপার্জন করা হোক না কেন প্রথম উপার্জনের অনুভূতিই আলাদা। সেই উপার্জনকে অকারণে খরচ করে ফেলেছেন এমন লোক খুঁজে পাওয়া যাবে না। কারণ প্রথম উপার্জন প্রতিটি মানুষের নিজের পায়ে দাঁড়ানোর প্রথম ধাপ, এটি গর্বের। তাই প্রথম উপার্জনের টাকা দিয়ে কী কিনেছেন, কাকে দিয়েছেন— এসব স্মৃতির ফ্রেমে বাঁধাই করে রাখেন অনেকে। বলিউডের ডিম্পল গার্ল […]