রাস্তায় ফসল শোকানোর বিরুদ্ধে মহম্মদপুরের নহাটায় ঝটিকা অভিযানে এসআই রফিক
আজ ১৩ই মার্চ ২০২১ রোজ শনিবার মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে রাস্তায় রাস্তায় ফসল শোকানোর বিরুদ্ধে ঝটিকা অভিযান পরিচালনা করেন নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ রফিকুল ইসলাম সাহেব সহ সঙ্গীয় ফোর্স। দিনব্যাপী এই অভিযান শুরু করেন নহাটা থেকে। এরপর চাকুলিয়া,ফুলবাড়ি,নারান্দিয়া,বেজড়া, পানিঘাটা,পরমেশ্বরপুর, জয়রামপুর সহ নহাটা ইউনিয়নের বিভিন্ন গ্রামে রাস্তায় ফসল শোকানোর বিরুদ্ধে বিশেষ অভিযান […]