কেউ মনে রাখে, কেউ ভুলে যায়!
পর্ব- ১ কেউ মনে রাখে- কেউ ভুলে যায়ঃ ৮ আগস্ট আমার এক বন্ধু আমাকে ফোন দিয়ে বলল বন্ধু সংগঠন করে তুমি তো হিরো হয়ে গেলে। আমি জানতে চাইলাম কেমন করে। সে বললো তুমি তৃণমূল সাংবাদিকদের হৃদয়ে স্থান করে নিতে পারছো। সে এক নাগারে বলতে থাকলো আরজেএফ এর সদস্য হিসেবে অনেকে সরকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠান থেকে […]