কিংবদন্তি অভিনেত্রী জিনা লল্লব্রিজিদা মারা গেছেন
হলিউডে দ্যুতি ছড়ানো ইতালির কিংবদন্তি অভিনেত্রী জিনা লল্লব্রিজিদা ৯৫ বছর বয়সে মারা গেছেন। রোমের একটি ক্লিনিকে সোমবার এ গুণী অভিনেত্রী মারা গেছেন বলে তার নাতি ইতালির কৃষিমন্ত্রী ফ্রান্সিসকো লল্লব্রিজিদা জানান। খবর বিবিসির। গত শতকের পঞ্চাশ-ষাট দশকে ব্যাপক জনপ্রিয় ছিলেন এই অভিনেত্রী। তার মৃত্যুতে শোক জানিয়ে ইতালির সংস্কৃতিমন্ত্রী জেন্নারো সানজুলিয়ানো বলেছেন, তিনি যে মুগ্ধতা ছড়িয়েছেন তার […]