মণিরামপুরে জমেনি কোরবানির পশুর হাট,পর্যাপ্ত পশু উঠলেও নেই ক্রেতা
এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ চলতি জুন মাসের আসছে ২৯ তারিখে পবিত্র ঈদ-উল-আযহা।পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে যশোরের মণিরামপুরে এবার এখনো পর্যন্ত জমে ওঠেনি পশু ক্রয় বিক্রয়ের হাট।মণিরামপুর ছাড়াও এই ঐতিহ্যবাহী পশুর হাটে কোরবানির পশু ক্রয় ওবিক্রয়ের উদ্দেশ্যে যশোর,খুলনা,কেশবপুর,বেনাপোল,ঝিকরগাছা,অভয়নগরসহ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেনীর মানুষ আসে এই হাটে।তবে এবার কোরবানির হাটে পর্যাপ্ত পরিমানে গরু-ছাগল উঠলেউ মিলছেনা ক্রেতা।এদিকে […]