নতুন ব্যাটম্যান ধামাকা নিয়ে আসছে
বিশ্ব চলচ্চিত্রে আরেক ধামাকা নিয়ে আসছে হলিউডি সিনেমা ব্যাটম্যান। আগামী ৪ মার্চ মুক্তি পাচ্ছে নতুন এই সিনেমা। ২০০৫ সালে বক্স অফিসে প্রথম সাড়া ফেলেছিল নোলানের ব্যাটম্যান। সেই সিনেমার ব্যাটম্যান হয়েছিলেন ক্রিস্টিয়ান বেল। তার অভিনীত ব্যাটম্যান বিগিনস ব্যাপক জনপ্রিয় হয়। এরপর দ্য ডার্কনাইট ও দ্য ডার্কনাইট রাইডস সিনেমা দুটিও জনপ্রিয়তা পায়। ক্রিস্টিয়ান বেল ছাড়াও ব্যাটম্যানের পোশাক […]