গণ্ডমূর্খের গলায় সাংবাদিকতার পরিচয়পত্র’ ঠিক যেন বানরের গলায় মুক্তার হার!
জাতির বিবেক সাংবাদিক সে যদি হয় মুর্খ, তাহলে সে জাতির জন্য কতটা কল্যাণকর ও বর্তমান ঘরে ঘরে শিক্ষিত সমাজের জন্য কি কি উপকারে আসবে এটাই বুঝতে পারছি না। তাই মনের বিড়ম্বনা দূরীকরণে সমগ্র জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখছি, যদি কেউ বলতে পারেন আমাকে জানাবেন? যদি না-ই বলতে পারেন তাহলে প্রতিবাদ বা প্রতিরোধ করছেন না কেন? […]